Saturday, October 28, 2017

অ্যালুমিনিয়াম ফয়েল বক্স

 Aluminium foil box

অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যতিক্রমী ব্যবহার

ওভেন বেকিংয়ে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ফয়েল। হাতের কাছে থাকা এই ফয়েলের রয়েছে আরও মজার কিছু ব্যবহার। গৃহস্থালি পরিচ্ছন্নতার পাশাপাশি এটি ব্যবহার করতে পারেন দাঁত পরিষ্কার করার জন্যও! জেনে নিন অ্যালুমিনিয়াম ফয়েল আরও কীভাবে ব্যবহার করতে পারবেন।
 একবারেই কাপড়ের দুই সাইড ইস্ত্রি করুন 
একবারে কাপড়ের দুই সাইড ইস্ত্রি করতে চাইলে মাঝখানে একটা ফয়েল পেপার বিছিয়ে দিন। অ্যালুমিনিয়াম ফয়েল গরম হয় খুব দ্রুত। ফলে একবারে টানটান হয়ে যায় কাপড়ের দুই সাইডই।
 Foil box

 কাঁচি ধারালো করতে
দীর্ঘদিন ব্যবহার না করার ফলে কাঁচির ধারালো ভাব কমে গেছে? কাঁচি দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল কাটুন বারকয়েক। ফিরে আসবে ধারালো ভাব।
 ব্যাটারির পাওয়ার বাড়াতে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রাখুন দুই পাশের অংশ।

 দাগ দূর করার স্প্রে ও অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে পরিষ্কার করতে পারেন ইস্ত্রি।
 কলার উপরের অংশ ফয়েলে মুড়ে রাখলে দীর্ঘদিন তাজা থাকবে কলা।
 ফ্রাই প্যানের উপরে ফয়েল বিছিয়ে ডিমের অমলেট অথবা মামলেট করুন। প্যানে লেগে যাওয়ার ভয় থাকবে না।
 foil box paper

 টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে ফয়েলে নিন। এবার ফয়েলটি চেপে রাখুন দাঁতে। এটি দাঁত ঝকঝকে করতে সাহায্য করবে।
 ট্রের উপর অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে গরম পানি দিন। সঙ্গে বেকিং সোডা ও লবণ মিশিয়ে পরিষ্কার করুন রূপার গয়না।


4 comments:

  1. Aluminum foil sheets are versatile and essential in both cooking and packaging. They are thin, yet strong, providing excellent insulation and heat retention. In kitchens, they help with baking, grilling, and food storage, preventing moisture loss and enhancing flavor. Beyond culinary use Aluminum Foil Sheet Manufacturers in Gujarat also serve in industrial applications, protecting items from dust, dirt, and moisture. They are lightweight, recyclable, and durable, making them an eco-friendly choice for various uses. With their ability to conform to different shapes, aluminum foil sheets are a must-have for both home and professional environments.

    ReplyDelete
  2. The Jumbo bag plastic, also known as FIBC (Flexible Intermediate Bulk Containers), are large, durable bags made from woven polypropylene. Ideal for storing and transporting bulk materials like grains, cement, fertilizers, and chemicals, they offer high load capacity, excellent strength, and easy handling with lifting loops. Reusable and cost-effective, these bags are widely used in industrial and agricultural sectors.

    ReplyDelete
  3. The PE film manufacturer is a versatile and durable plastic sheeting material widely used in packaging, agriculture, construction, and industrial applications. Known for its flexibility, moisture resistance, and strength, PE film is commonly manufactured in various thicknesses and types such as LDPE, HDPE, and LLDPE. It serves as an effective protective barrier, making it ideal for wrapping, lining, and covering products. From food packaging to greenhouse films and pallet covers, PE film offers cost-effective and reliable performance across multiple industries.

    ReplyDelete

Aluminum Foil Container

Aluminum foil container........ অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যতিক্রমী ব্যবহার ওভেন বেকিংয়ে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ফয়েল। হা...